
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের স্পাই ইউনিভার্সে এবার দক্ষিণের সুপারস্টার! ‘আরআরআর’-এর পর এবার হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন জুনিয়র এনটিআর। খবর, স্রেফ 'ওয়ার ২'তেই আটকে থাকবে না জুনিয়র এনটিআর-এর চরিত্রটি। আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে তাঁকে ঘিরেই নাকি তৈরি হচ্ছে সম্পূর্ণ একটি নতুন ফ্র্যাঞ্চাইজি।
হৃতিক রোশন ও কিয়ারা আদবানির সঙ্গে ‘ওয়ার ২’-এ এই দক্ষিণী তারকাকে প্রথমবার দেখা যাবে বলিউডে। তবে এখানেই গল্প শেষ নয়। সূত্র বলছে, এনটিআরের চরিত্রটিকে ঘিরে স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, স্পিন-অফ, ও বিশেষ উপস্থিতি মিলিয়ে একাধিক ছবি তৈরি করবেন আদিত্য।সহজ কথায়, পাঠান, টাইগার, কবীর, জোয়া, রুবাইয়ের পাশে এবার স্পাই ইউনিভার্স পেতে চলেছে আরও এক ‘ফুল পাওয়ার’ হিরো।
আরও খবর, আদিত্য চোপড়া চাইছেন এনটিআরের চরিত্রটি এমনভাবে গড়ে তুলতে যাতে সেটি দীর্ঘমেয়াদে স্পাই ইউনিভার্সে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক যেমন ‘টাইগার ৩’ আর ‘পাঠান ২’ তৈরি হয়েছে সলমন আর শাহরুখের চরিত্রকে ঘিরে।
এই আবহেই আসছে ‘ওয়ার ২’-এর অফিসিয়াল টিজার—২০ মে, এনটিআরের জন্মদিনে। স্বভাবতই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে নেটপাড়ায়। সমাজমাধ্যমে হৃতিক রোশন নিজেই লিখেছেন এক ইঙ্গিতপূর্ণ বার্তা—“এই যে জুনিয়র এনটিআর, ভাবছ ২০ মে-তে কী পাবে? বিশ্বাস করো, যা পাবে তা সুদূর কল্পনাতেও নেই তোমার! কি প্রস্তুত তো তুমি?” জবাবে জুনিয়র এনটিআরও ছুঁড়ে দেন বলিউডি চ্যালেঞ্জ— “ আগাম ধন্যবাদ, হৃতিক স্যার! এবার আপনাকেও খুঁজেপেতে একটা বিশেষ রিটার্ন গিফ্ট দেব, কবীর!”
'ওয়ার ২' পরিচালনা করছেন 'ব্রহ্মাস্ত্র' খ্যাত অয়ন মুখোপাধ্যায়। এটি ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল এবং যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের ছয় নম্বর ছবি। বড়পর্দায় ওয়ার ২ মুক্তি পাবে ১৪ আগস্ট, ২০২৫।
অন্যদিকে, যশ রাজ ফিল্মস-এ মহিলা এজেন্টদের নিয়ে তৈরি হচ্ছে আরও একটি ছবি ‘আলফা’—যার মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট ও শারভারী। এটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর, ২০২৫।
ইনস্টাগ্রামে আনফলো, ছেলেকে নিয়ে পাহাড়ে নুসরত, সমুদ্রতটে যশ! সম্পর্কে কি উঁকি দিচ্ছে ভাঙনের ইঙ্গিত?
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!